রাজ্য বিভাগে ফিরে যান

“রায় আমি মানি না।” – OBC সার্টিফিকেট বাতিল প্রসঙ্গে খড়দহে থেকে হুঙ্কার মমতার

May 22, 2024 | < 1 min read

মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ, খড়দহ ও আগরপাড়ায় সৌগত রায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, তা মানেন না বলে সাফ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, “ওবিসি সংরক্ষণ চলছে, চলবে। তা এভাবে বাতিল করে দেওয়া যায় না।”এই রায়কে ‘বিজেপির রায়’ বলেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার কলকাতা হাইকোর্টের ২০১০ সাল পরবর্তী রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। রায় নিয়ে খড়দহের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মমতা জানান, “রায় আমি মানি না।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Saugata Roy, #dumdum, #Khardaha, #OBC, #Loksabha Elections, #Agarpara

আরো দেখুন