দু’লক্ষ ভোটের ব্যবধানে তমলুকের মানুষ জেতাবেন দেবাংশুকে – দাবি অভিষেকের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তমলুক ও ঝাড়গ্রাম, দুই কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানিয়ে দিলেন, মোদী সরকারের মেয়াদ আর মাত্র ১০ দিন। ৪ জুন ভোটের ফলাফলে জানা যাবে, মসনদ থেকে বিজেপি বিদায় নিচ্ছে। দেবাংশুকে অন্তত দু’লক্ষ ভোটের ব্যবধানে জেতাবেন তমলুকের মানুষ।
অভিষেক বলেন, “রাম নয়, আমাদের রাম হলেন রামমোহন রায়। আজ তাঁর জন্মদিবসে আমরা বিজেপি বিদায়ের শপথ নেব। ভোটের দিন যদি আপনাদের টাকা দিতে আসেন বিজেপির নেতারা, তা হলে সেই টাকা নিয়ে নেবেন। কিন্তু ভোটটা দেবেন জোড়াফুলে। মনে রাখবেন, পাঁচ বছর এঁরা টাকা দিতে আসেননি। পাঁচ বছর খোঁজ নেননি।
অভিষেক আশ্বাস দেন, আবাস যোজনায় যাঁরা আবেদন করেছেন, দেবাংশু জেতার ছয় মাসের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা সরকার পৌঁছে দেবে। বিজেপির বিদায় আসন্ন। কেউ বাঁচাতে পারবে না।
শুভেন্দুকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, “১০ কোটি মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন। তাঁর বাপবাপান্ত করছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু বৃহস্পতিবার এখানে আসবেন। ওঁকে জিজ্ঞেস করুন, বুকের পাটা থাকলে এই মহিলার বিরুদ্ধে পদক্ষেপ করেননি কেন?”
আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে অভিষেক বলেন, “তিন বছরে কী করেছেন শুভেন্দু? ১০০ দিনের কাজ বন্ধ করার পর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছেন। আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি। সরকার টাকা দিয়েছে। নন্দীগ্রামের মাটি বিজেপির স্বৈরাচারীদের মাটি নয়। তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এক ছটাক জমিও এখানে আমরা কাউকে ছাড়ব না। দু’লাখ ভোটের ব্যবধানে তমলুক থেকে আমাদের মা-বোনেরা জেতাবেন।”