রাজ্য বিভাগে ফিরে যান

‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান।’ ঘাটালে কার অনুরাগী হলেন দেব? দেখুন ভিডিও

May 22, 2024 | < 1 min read

ঘাটালে কার অনুরাগী হলেন দেব?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবারের লোকসভা ভোটে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল ঘাটাল, মুখোমুখি দুই তারকা হিরণ ও দেব। প্রচার পর্বে দুই অভিনেতা প্রার্থীর লড়াই লেগেই আছে। সম্প্রতি কেশপুরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে হিরণকে বলতে শোনা যায়, ‘আমি জানি না কী ভাষায় বলব…’। পাশ থেকে এক ব্যক্তি বলে ওঠেন, ‘বাংলায় বলো না।’ মুহূর্তে তা ভাইরাল হয় সমাজ মাধ্যমে।

কেশপুরে হিরণের বক্তব্যের ভিডিওতে ভাইরাল হওয়া সেই ব্যক্তির সঙ্গে ছবি তুললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। নিজের ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করে দেব লিখেছেন, ‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান।’

উল্লেখ্য, আগামী শনিবার ২৫ মে ঘাটাল-সহ বাংলার আট আসনে ভোটগ্রহণ রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dev, #tmc, #ghatal, #viral kaka

আরো দেখুন