রাজ্য বিভাগে ফিরে যান

কাজি নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সেজে উঠেছে চুরুলিয়া

May 24, 2024 | < 1 min read

শনিবার বিকেলে নজরুল মেলা ও সংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হবে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল, শনিবার বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী। কবির জন্মদিবস উপলক্ষ্যে সেজে উঠছে তাঁর জন্মভিটে জামুড়িয়া থানার চুরুলিয়া। গোটা গ্রামজুড়ে বিভিন্ন বাড়ির দেওয়ালে আঁকা হচ্ছে কবির ছবি। একেবারে ভোরে প্রভাতফেরির মাধ্যমে কবির ‌জন্মোৎসবের সূচনা করবে কাজি নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিকেলে নজরুল মেলা ও সংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হবে, মেলা চলবে পাঁচ দিন। চুরুলিয়ায় ভারত ও বাংলাদেশের নামী গায়ক-গায়িকারা আসছেন।

বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত নজরুল মেলার স্টল বণ্টন করে রেকর্ড আয়ও হয়েছে। কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনার বলেন, বড় আকারে মেলা হচ্ছে। গোটা বছর ধরেই কবির ১২৫তম জন্মজয়ন্তী পালন করা হবে। খ্যাতনামা শিল্পীরা অনুষ্ঠান করবেন।

২৫মে থেকে ২৯মে অবধি, স্থানীয় শিল্পীদের পাশাপাশি নামী শিল্পীরাও আসছেন। ২৬মে আসছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী ফিরদৌস আরা, গান পরিবেশন করবেন দীপ চট্টোপাধ্যায়। ২৭মে গান গা‌ইতে আসছেন অনুপ জালোটা এবং চন্দ্রাবলী রুদ্র দত্ত। ২৮মে গান গাইবেন মনোময় ভট্টাচার্য। শেষ দিন অনুষ্ঠান করবেন কবির নাতি অরিন্দম কাজি। মেলা পাঁচদিনের হলেও ভাঙা মেলা আরও দু’দিন থাকতে পারে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kazi Nazrul Islam, #birth anniversary, #Churulia

আরো দেখুন