তরুণ প্রজন্মের ভোট কোন দিকে সুইং করবে, চর্চা রাজনৈতিক দলগুলিতে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক মাসাধিক কালব্যাপী ভোটপর্ব। লোকসভা নির্বাচনের আর দু’দফা বাকি। ইতিমধ্যেই পাঁচ দফার ভোট মিটেছে দেশে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মতো এবারও ভোট হচ্ছে সাত দফায়। ৪ জুন জানা যাবে দেশের সিংহাসনের দখল নিতে চলেছে কে? সব রাজনৈতিক দলগুলির দর কষাকষি থেকে শুরু করে জয়ের হুঙ্কার সত্যি হয় কিনা তার উত্তর মিলবে ৪ জুন।
এবারের নির্বাচনে নয়া প্রজন্মের ভোটারদের নিজেদের দিকে টানতে প্রতিশ্রুতির ডালি সাজিয়ে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। বিশেষ করে সেই অংশকেই তারা টার্গেট করেছে, যারা এবারই প্রথম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় নতুন ভোটারের সংখ্যা প্রায় দেড় লক্ষ। এই ভোট কোন দিকে যাবে, তা নিয়ে চর্চা চলছে সিপিএম, তৃণমূল এবং বিজেপি’তে। প্রত্যেকেরই দাবি, তাদের দিকেই ঝুঁকবে নবীন প্রজন্ম। তাঁদের মন জয় করতে প্রতিশ্রুতির ডালি সাজিয়েছে বিজেপি এবং বামেরা। তৃণমূল অবশ্য যুবদের জন্য যেসব সরকারি প্রকল্প চালু রয়েছে, সেগুলিকেই সামনে রেখে প্রচার করছে।
বারুইপুর পশ্চিমের বাসিন্দা নিশা থমাস বলেন, চাকরির সুযোগ বাড়ানো জরুরি। আমাদের এলাকায় পানীয় জলের ব্যাপক সমস্যা আছে। ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সেই ব্যবস্থা করুক কমিশন। সোনারপুর উত্তরের কলেজ পড়ুয়া দেবাঙ্কুর মণ্ডলের অগ্রাধিকারেও কর্মসংস্থান। তাঁর কথায়, আশপাশে দেখছি অনেকেই চাকরি পাচ্ছেন না। সবাই যাতে চাকরি পান, সেদিকে নজর দেওয়া উচিত সরকারের। স্কুলের পরিকাঠামো উন্নত করার পাশাপাশি রাস্তাঘাট ভালো করাও সরকারের কাজ। সোনারপুরের আরেক নয়া ভোটার স্নেহা দত্ত সরকারি চাকরির সুযোগ বৃদ্ধির দাবি জানিয়েছেন। তাঁর মতে, এলাকার রাস্তাঘাট খারাপ। পানীয় জলও ঠিকমতো পাওয়া যায় না। নতুন প্রজন্মের আরেক ভোটার বনশ্রী আঢ্যের কথায়, ভোটকে ঘিরে অনেক জায়গায় অশান্তি হয় দেখছি। তা যাতে না হয়, সেই দাবি জানাচ্ছি। আমার এখানে জলের ব্যাপক সমস্যা রয়েছে। এটা মেটানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উচিত সরকারের।
নির্বাচনে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। তাই সব দল সেই মতো প্রচার চালাচ্ছে। নতুন প্রজন্ম নিয়েও আলাদা ভাবনাচিন্তা রয়েছে তাদের। শাসকদলকে প্যাঁচে ফেলতে বিরোধীরা কর্মসংস্থানের ইস্যুতে শান দিচ্ছে। চাকরি নিয়ে লাগাতার আক্রমণ করছে তারা। নতুন ভোটারদের দাবির সঙ্গে সহমত পোষণ করে পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছে সিপিএম ও বিজেপি’র প্রার্থীরা।