রাজ্য বিভাগে ফিরে যান

ষষ্ঠ দফায় রেকর্ড সংখ্যক বাহিনী! আট কেন্দ্রের দায়িত্বে হাজার কোম্পানি আধা সেনা

May 24, 2024 | < 1 min read

আট কেন্দ্রের দায়িত্বে হাজার কোম্পানি আধা সেনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবারের লোকসভা ভোটে বাংলা ভেঙে গিয়েছে বাহিনী নিয়ে পূর্ববর্তী সব নজির! বেনজিরভাবে ষষ্ঠ দফা নির্বাচনের আগে গোটা রাজ্যে ১,০২০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। ষষ্ঠ দফায় ৮ আসনে ভোট নিরাপত্তায় মোতায়েন থাকবে মোট ৯১৯ কোম্পানি আধাসেনা। এর আগে কোনও রাজ্যেই এত সংখ্যক বাহিনী মোতায়েন রেখে ভোট করানোর নজির নেই!

কমিশনের তথ্য অনুযায়ী, শুধু মেদিনীপুরেই মোতায়েন করা হচ্ছে ২৩৭ কোম্পানি। বাঁকুড়ায় ১৭৮, ঝাড়গ্রামে ১৩৩, পশ্চিম মেদিনীপুরে ২১৮, পুরুলিয়ায় ১৩৭ এবং পূর্ব বর্ধমানে ১৬। যদিও এবার লোকসভা ভোট ঘোষণার আগে কমিশন জানিয়েছিল, বাংলার জন্য তাদের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। সর্বোচ্চ ৯২০ কোম্পানি বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চেয়েছিল কমিশন। সে’সংখ্যা আরও বেড়ে গিয়েছে। ষষ্ঠ দফার আট কেন্দ্রে মোতায়েন থাকছে ৯১৯ কোম্পানি বাহিনী। ১০১ কোম্পানি বাহিনী রাজ্যের অন্যত্র ও ইভিএম পাহারার দায়িত্বে থাকবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছাড়াও এই দফায় রাজ্য পুলিসের ২৯,৪৬৮ জন আধিকারিক মোতায়েন থাকছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Central force, #Loksabha Election 2024, #Eight Phases

আরো দেখুন