রাজ্য বিভাগে ফিরে যান

লোকসভা নির্বাচন ২০২৪: ষষ্ঠ দফায় বাংলার আট কেন্দ্রে ভোটগ্রহণ

May 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, ২৫ মে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। বাংলার আট কেন্দ্রে চলছে গ্রহণ। দেশের ৬ রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৮টি আসনে চলছে ভোটগ্রহণ। বাংলার আট আসনে ভোট গ্রহণ হচ্ছে, সেগুলি হল বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর।
৮ আসনে মোট ৭৯ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা চলছে।

এই দফায় সব মিলিয়ে বুথের সংখ্যা ১৫,৬১৯টি। তার মধ্যে ২,৬৭৮টি বুথ স্পর্শকাতর। ষষ্ঠ দফার ভোটে রাজ্যের আট কেন্দ্রের দায়িত্ব মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। যদিও সামগ্রিকভাবে রাজ্যে ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোতায়েন রাখা হচ্ছে ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরের জন্য রাখা হচ্ছে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ার জন্য ১৭৮ কোম্পানি, ঝাড়গ্রামের জন্য ১৩৩ কোম্পানি, পুরুলিয়ার জন্য ১৩৭ কোম্পানি রাখা হচ্ছে। এছাড়া ৯১৯ টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখাছে কমিশন। ২৯,৪৬৮ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sixth phase, #West Bengal, #Loksabha Elections

আরো দেখুন