Cannes Film Festival-এ ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা জয় বাংলার মেয়ে অনসূয়ার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘ম্যাডলি বাঙালি’ ছবির তানিয়া-কে মনে আছে? ম্যাডলি বাঙালির তানিয়া অর্থাৎ অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত এবার জগতে বাঙালির মুখ উজ্জ্বল করলেন। কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতলেন কোনও ভারতীয়। ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে এল স্বীকৃতি বঙ্গতনয়ার ঝুলিতে। বুলগেরিয়ার পরিচালক কনস্ট্যান্টাইন বোজানোভের দ্য শেমলেস ছবির জন্য পুরস্কার জিতলেন অনুসূয়া।
ভারতীয় চলচ্চিত্র পরিচালক পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইক’ গ্রান্ড প্রিক্স পুরস্কার জিতল। উল্লেখ্য, এই প্রথম কোনও ভারতীয় চলচ্চিত্র পরিচালক গ্রান্ড প্রিক্স পুরস্কার পেলেন। কলকাতার লেক গার্ডেন্সের অনসূয়া, ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন।
যৌনকর্মীদের কাহিনি নিয়ে দ্য শেমলেস ছবিটি তৈরি হয়েছে। গোটা ছবিটি মাত্র চার দিনে শ্যুট করা। মুখ্যচরিত্র রেণুকা ভূমিকায় ছিলেন অনসূয়া। গত ১৭ মে কানে প্রিমিয়ার হয় ছবিটির। পুরস্কার এল শুক্রবার।