← রাজ্য বিভাগে ফিরে যান
মোটের উপর বঙ্গে ষষ্ঠ দফা কাটল নির্বিঘ্নেই, সর্বাধিক ভোট পড়ল বিষ্ণুপুরে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার বাংলায় ষষ্ঠ দফার ভোটগ্রহণ নির্বিঘ্নেই সম্পন্ন হল, বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটলেও এই দফায় গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাংলায়। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে গড় ভোটদানের হার ৭৭.৯৯ শতাংশ। সবচেয়ে বেশি ৮১.৪৭ শতাংশ ভোট পড়েছে বিষ্ণুপুরে। সবচেয়ে কম ৭৪.০৯ শতাংশ ভোট পড়েছে পুরুলিয়ায়।
বাংলার আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে শনিবার। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। ভোটের হারে শীর্ষে রয়েছে বিষ্ণুপুর। দ্বিতীয় স্থানে তমলুক, তারপরে ঝাড়গ্রাম। বিকেল পাঁচটা পর্যন্ত দুই কেন্দ্রেই ভোটের হার যথাক্রমে ৭৯.৭৯ ও ৭৯.৬৮ শতাংশ।
কাঁথিতে ৭৫.৬৬ শতাংশ, ঘাটালে ৭৮.৯২ শতাংশ, বাঁকুড়াতে ৭৬.৭৯ শতাংশ, মেদিনীপুরে ৭৭.৫৭ শতাংশ ভোট পড়েছে।