ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় কী প্রস্তুতি প্রশাসনের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল গভীর নিম্নচাপ। আজ রবিবার বাংলায় আছড়ে পড়তে পারে রামেল। ফলে কলকাতাসহ গোটা গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে ৭০-৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। ইতিমধ্যেই ঝড়বৃষ্টি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাজ্য প্রশাসন। ফ্লাড সেন্টার থেকে ত্রাণ সামগ্রী মজুত, সবই চলছে দ্রুত তৎপরতায়। তুঙ্গে প্রস্তুতি কলকাতা পুরসভাও।
পুরসভা তরফ থেকে জানা গিয়েছে, ১৬টি বরোর জন্য পৃথক দল গড়া হয়েছে ঝড়বৃষ্টিতে ভেঙে পড়া গাছ সরানোর জন্য। তারজন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পার ইত্যাদি যন্ত্রও সঙ্গে রাখা হচ্ছে। পুরসভায় ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলার জন্য সিইএসসি’র সঙ্গে একযোগে কাজ করবে পুরসভা। এছাড়াও, পুর এলাকায় মোট ৪০৮টি পাম্প রয়েছে। যাতে সব পাম্প যাতে চালু রাখা যায় তার ব্যবস্থা করছে পুর কর্তৃপক্ষ। সঙ্গে কিছু বাড়তি অস্থায়ী পাম্পও রাখা হয়েছে।
কলকাতা পুলিশ দুটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বর দুটি হল- ৯৪৩৬১০৪২৮ এবং ৯৪৩২৬ ১০৪২৯।