রাজ্য বিভাগে ফিরে যান

সপ্তম দফার আগে ফের বঙ্গ সফরে মোদী, কোথায় রোড শো করবেন তিনি?

May 27, 2024 | < 1 min read

নরেন্দ্র মোদী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সপ্তম তথা শেষ দফার ভোটের আগে ফের বঙ্গ সফরে আসছেন মোদী। টানা দু’দিনের কর্মসূচি রয়েছে তাঁর। কলকাতায় একটি মাত্র রোড শো করবেন মোদী। আগামী ২৮ ও ২৯ মে মোট তিনটি সভা ও একটি রোড শো করবেন তিনি।

উত্তর ২৪ পরগনায় একটি সভা ও দক্ষিণ ২৪ পরগনায় দু’টি সভা করেবন প্রধানমন্ত্রী। আগামী ২৮ মে উত্তর ২৪ পরগনার অশোকনগরে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ওই দিনই বিকেল ৪ টে থেকে সভা করবেন প্রধানমন্ত্রী। ওইদিনই উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। ২৯ মে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। বাগবাজারে সারদা মায়ের বাড়ি যাবেন মোদী। বারুইপুরে সভা করার পরে বাগবাজারে যাওয়ার কথা তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #Bhartiya Janata Party, #Lok Sabha elections 2024, #political rally, #West Bengal, #Narendra Modi, #bjp

আরো দেখুন