রেমালের দাপটে দিশাহারা অসহায় মানুষ, ‘বেপাত্তা’ বিজেপি প্রার্থী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘রেমাল’ দুর্যোগের দাপটে দিশাহারা অসহায় মানুষ। এই অবস্থায় প্রার্থীদের মধ্যে প্রচার ভুলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর হিড়িক পড়ে গিয়েছে। তাছাড়া, এযাবৎ প্রচারে সব প্রার্থীই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, মানুষের বিপদে-আপদে তাঁরা পাশে থাকবেন। সেই মতো বসিরহাট লোকসভা কেন্দ্রে দেখা গেল, তৃণমূল প্রার্থী অসুস্থ শরীরেও বিপন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। কিন্তু বিজেপি প্রার্থী রেখা পাত্র এলাকা থেকে কার্যত ‘বেপাত্তা’।
বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এই দুর্যোগ পরিস্থিতিতে ধামাখালি, ন্যাজাট, সরবেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। কয়েকটি এলাকা ঘুরেছেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও। তাঁর সঙ্গে ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত। বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালির গৃহবধূ। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে তাঁর সঙ্গে কথা বলেন। ভোটপ্রচারে গিয়ে সর্বদা মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন রেখাদেবী। কিন্তু দামাল রেমালে যখন সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ সহ বেশ কিছু এলাকায় মানুষ বিপদগ্রস্ত, তখন তাঁকে কেন এলাকায় পাওয়া যাচ্ছে না, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্দেশখালি এলাকায় তিনি সেভাবে প্রচার করেননি বলে বিজেপির অন্দরে কানাঘুসো শোনা যায়। তার মধ্যে এই দুর্যোগ পরিস্থিতিতেও এলাকায় তাঁকে না পাওয়ায় অস্বস্তি বাড়ছে বিজেপি শিবিরে।