শেষ দফা ভোটের আগে বিজেপি প্রার্থীদের প্রচারের কাজে অসহযোগিতা করার সিদ্ধান্ত কৃষকদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এতদিন হরিয়ানা এবং পাঞ্জাবজুড়ে গেরুয়া শিবিরের সঙ্গে অসহযোগিতা চালাচ্ছেন চাষিরা। গত শনিবার হরিয়ানায় ভোটপর্ব মিটেছে। এখন শুধু পাঞ্জাবে নয়। তার পাশাপাশিই যতগুলো লোকসভা আসনে শেষ দফায় ভোট রয়েছে, তার প্রত্যেক কেন্দ্রে গিয়ে বিজেপি প্রার্থীদের প্রচারের কাজে অসহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। সিদ্ধান্ত হয়েছে, বিজেপি তথা গেরুয়া ব্রিগেডের শেষ মুহূর্তের দলীয় নির্বাচনী প্রচার-কর্মসূচিতে যথাসম্ভব বাধা দিতে হবে। প্রয়োজনে ঘেরাও করে রাখতে হবে গেরুয়া শিবিরের তাবৎ নেতাকর্মীর বাড়ি কিংবা দলীয় কার্যালয়।
জানা যাচ্ছে যে সবক’টি কৃষক সংগঠনকে নির্দেশিকা পাঠিয়ে কিষান মোর্চা বলেছে, একজন কৃষকও যেন ভোট দেওয়া থেকে বিরত না থাকেন। প্রত্যেক আন্দোলনকারীকেই বিজেপি বিরোধী ভোট সুনিশ্চিত করতে হবে। মোর্চার এহেন নির্দেশিকাও গেরুয়া শিবিরের জন্য যথেষ্টই উদ্বেগজনক। পাঞ্জাব-হরিয়ানার একাধিক সীমানা এলাকায় এখনও মোদী বিরোধী কৃষক বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। তবে সম্প্রতি পাঞ্জাবজুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি প্রত্যাহার করেছেন তাঁরা। আর সেই প্রত্যাহারেই সিদ্ধান্ত হয়েছে, শেষ দফার সবক’টি লোকসভা আসনের ভোটে বিজেপিকে চরম বেকায়দায় ফেলে দেওয়া হবে।