দেশ বিভাগে ফিরে যান

খালাস পেলেন সৌদার প্রধান গুরমিত রাম রহিম, খুনের মামলা থেকে মিলল রেহাই

May 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। ২২ বছর আগের এক খুনের মামলা থেকে মিলল রেহাই। নিজের ম্যানেজারকে খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। রাম রহিম-সহ মোট ৫ জনকে এই মামলায় মঙ্গলবার বেকসুর খালাস করেছে আদালত।

২০০২ সালে ডেরার মধ্যে গুলি করে খুন করা হয়েছিল ডেরা সচ্চা সৌদার ম্যানেজার রণজিৎ সিংকে। পুলিশ তদন্ত করে, যদিও পুলিশি তদন্তে অসন্তুষ্ট রণজিতের পুত্র ২০০৩ সালে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্ত হন। সিবিআই তদন্তে জানা যায়, সিরসায় ডেরা সাচার আশ্রমে রাম রহিম মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছেন দাবি করে চিঠি ফাঁস হয়েছিল, তার নেপথ্যে রঞ্জিত ছিলেন। ২০২১ সালে হত্যাকাণ্ডের ঘটনায় রাম রহিম-সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আলাগত। রাম রহিমকে ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্ত হন রাম রহিম। মামলাতে মঙ্গলবার তাঁকে রেহাই দিল হাই কোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dera sachcha Sauda, #Gurmeet Ram Rahim, #CBI, #Release, #Dera chief Ram Rahim

আরো দেখুন