খেলা বিভাগে ফিরে যান

বাংলায় প্রত্যাবর্তন ঋদ্ধিমানের, অনুঘটক কি সৌরভ?

May 28, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: আজতক বাংলা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দু’বছর আগে বাংলা ছেড়েছিলেন ঋদ্ধিমান। খেলেছেন ত্রিপুরার হয়ে। এবার অভিমানের পালা শেষ, বাংলায় ফিরলেন ঋদ্ধিমান সাহা। স্ত্রী রোমিকে নিয়ে সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ঋদ্ধিমান। তারপরই বাংলায় ফেরার সিদ্ধান্ত নেন।

সোমবার দুপুরে সৌরভের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন ঋদ্ধিমান। স্ত্রী-সহ অনেকেই চাইছিলেন ঋদ্ধি আবার বাংলায় ফিরুন। এবার নিজের শহরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন উইকেটকিপার-ব্যাটার।

একটি অনুষ্ঠানে বছরখানেক আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে সম্মান নেওয়ার পর বাংলায় ফেরার ইচ্ছের কথা জানিয়েছিলেন ঋদ্ধি। মঞ্চে মমতার সঙ্গে কথা হয়েছিল তাঁর। মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, তিনি ত্রিপুরার হয়ে খেললেও সুযোগ পেলে আবার বাংলায় ফিরতে পারেন। এবার ঘরের ছেলে ঘরে ফিরল।

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #Wriddhiman Saha, #Bengal, #Sourav Ganguly

আরো দেখুন