রাজ্য বিভাগে ফিরে যান

নজরে ভাঙড়, শেষ লগ্নে ঝোড়ো প্রচার সায়নীর

May 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ দফার প্রচারের শেষ পর্বে যাদবপুর লোকসভা কেন্দ্রে কার্যত দাপিয়ে বেড়ালেন জোড়াফুলের প্রার্থী সায়নী ঘোষ। যাদবপুরের তারকা প্রার্থীর সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে করেন।

সায়নী নিজে ভাঙড়ের বেনতা এলাকায় জনসংযোগ সারেন। তারপর বলেন, এটাই ভাঙড়ে তাঁর শেষ প্রচার। প্রচারের মাঝে গৌর-নিতাইকে নিয়ে গানও শোনান প্রার্থী। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লাঙলবেড়িয়া অঞ্চলে জনসংযোগ সারেন তিনি। রাজপুর-সোনারপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডেও প্রচার চালান।

সায়নী ছাড়াও যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যও এদিন সকালে ভাঙড়ের পদ্মপুকুরে জনসংযোগ করেন। ভাঙড়ে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের জনসভা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Trinamool Congress, #Sayani Ghosh, #loksabha elections 2024, #East Central Railway, #West Bengal, #Jadavpur

আরো দেখুন