দেশ বিভাগে ফিরে যান

ষষ্ঠ দফা পর্যন্ত দেশ জুড়ে ভোটদানের হার কিছুটা কম

May 30, 2024 | < 1 min read

ষষ্ঠ দফা পর্যন্ত দেশ জুড়ে ভোটদানের হার কিছুটা কম, ছবি সৌজন্যে- আনন্দবাজার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪-এর নির্বাচনে দেশ জুড়ে ভোটদানের হার কমেছে। ২০১৯ ও ২০১৪-এর তুলনাতেও তাৎপর্যপূর্ণ ভাবে কম। রাজ্য ও অঞ্চলের নিরিখে বৈচিত্র আছে— পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণের কিয়দংশ পশ্চিম, মধ্য ও উত্তর ভারতের তুলনায় বেশি ভোট দিয়েছে। তৎসত্ত্বেও তেলঙ্গানা ও কর্নাটকের মতো ব্যতিক্রম বাদ দিলে— দু’টি রাজ্যে ভোটের হার যথাক্রমে ৬২.৮% থেকে ৬৫.৭% এবং ৬৮.৮% থেকে ৭০.৬% হয়েছে— বিভিন্ন রাজ্যে ভোটের হার কমেছে।

এখনও পর্যন্ত ছয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার প্রথম ছয় দফায় ২০১৯ সালের তুলনায় ১.৫৫ শতাংশ ভোট কম পড়েছে। ভোটদানের হার কমেছে ৬৫ শতাংশ লোকসভা আসনে। তার মধ্যে ২০ শতাংশ আসনে বুথে আসা ভোটারের সংখ্যাও কমেছে। মনে রাখতে হবে, ভোটের হার কমার অর্থ সব সময় এটা নয় যে, বুথে আসা ভোটারের সংখ্যাও নিম্নমুখী হয়েছে। কারণ পাঁচ বছর আগের তুলনায় এবার মোট ভোটারের সংখ্যা বেশি। ২০১৯ সালে মোট ভোটারের সংখ্যা ছিল ৯১ কোটি। এবার তা বেড়ে হয়েছে ৯৬ কোটি ৮০ লক্ষ। ফলে ভোটের হার কমলেও এবার বুথে আসা ভোটারের সংখ্যা ২ কোটি ৪০ লক্ষেরও বেশি বেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Loksabha Election 2024, #Voter turnout

আরো দেখুন