কলকাতা বিভাগে ফিরে যান

বাজারে পাঁচশো টাকার নোটের চাহিদা বাড়ছে, কেন জানেন?

May 31, 2024 | < 1 min read

বাজারে পাঁচশো টাকার নোটের চাহিদা বাড়ছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাজারে ৫০০ টাকার নোটের চাহিদা বাড়ছে। কারণ, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)বাজার থেকে ২ হাজার টাকা নোট তুলে নিয়েছে। আরবিআই’র রিপোর্টে বলা হয়েছে, ২ হাজারের নোট প্রত্যাহারের ফলে ধাক্কা খেয়েছে জাল নোটের কারবারও। গত বছর যেখানে ৯ হাজার ৮০০ জাল নোট ধরা পড়েছিল, সেখানে এবার ধরা পড়া নোটের সংখ্যা ২৬ হাজারের বেশি। তবে ৫০০ টাকার জাল নোটের সংখ্যা কমেছে। গত বছর ৯১ হাজারের মতো নোট বাজেয়াপ্ত হয়েছিল। এবার তা কমে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৭১১-তে। এদিকে, বাজারে নগদের হারও কমেছে। আরবিআই জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ব্যাঙ্কনোটের পরিমাণ ৩.৯ শতাংশ হারে বেড়েছে।

আরবিআই’র তথ্য বলছে, চলতি বছরের মার্চ মাসের শেষে বাজারে ৫০০ টাকার নোটের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৮৬.৫ শতাংশে। গতবছর একই সময়ে এর হার ছিল ৭৭.১ শতাংশ। পরিসংখ্যান দিয়ে আরবিআই জানিয়েছে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৫০০ টাকার নোটের সংখ্যা ৫ লক্ষ ১৬ হাজার। সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে এই নোটই। দ্বিতীয় স্থানে ১০ টাকার নোট। এর সংখ্যা ২ লক্ষ ৪৯ হাজার।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Loksabha Election 2024, #500 rupee notes, #Local Market

আরো দেখুন