চারশো নয়, ১৪০-এর মধ্যেই আটকাবে BJP! কী দাবি INDIA-র?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বারবার ৪০০ পারের হুঙ্কার দিচ্ছিলেন মোদী-সহ গোটা বিজেপি। সময় যত এগিয়েছে, ততই মোদী ৪০০ পারের হুঙ্কার থেকে পিছু হঠেছেন। তিন দফা ভোটের পর থেকেই ধর্মীয় বিভাজনের ফর্মুলায় ফিরেছেন মোদী, ৪০০ পারের কথা উধাও। কত আসনে জিততে পারে বিজেপি? গেরুয়া শিবির মুখে কুলুপ এঁটেছে। বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’-র দাবি, ১৪০-এর মধ্যেই বিজেপি আটকে যাবে।
শেষ দফার ভোটের আগে বৃহস্পতিবার ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, বিজেপি এখন ৪০০ পারের স্লোগান ভুলে গিয়েছে। ওদের কাজে দেশবাসী ক্ষুব্ধ। বিজেপি ১৪০টি আসনেও জয়ী হতে পারবে না। আতঙ্কে হোঁচট খাচ্ছেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, দু’শো পেরবে না বিজেপি। ইন্ডিয়ার নেতাদের মতে, কৃষকদের পাশে দাঁড়ায়নি মোদী সরকার। শিল্পপতিদের কোটি কোটি টাকার ঋণ মকুব করেছে তাঁরা। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বিজেপির বিরুদ্ধে যাবে বলেই মত বিরোধীদের। এক্স হ্যান্ডলে জোটের সব নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে রাহুল গান্ধী লিখেছেন, তাঁরা বিকল্প হিসেবে সমগ্র দেশবাসীর সামনে বৈপ্লবিক কিছু গ্যারান্টির কথা তুলে ধরেছেন। সেগুলো সবই দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবু সবাইকে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটকেন্দ্র ও স্ট্রং রুমে নজর রাখতে অনুরোধ করছেন রাহুল। তিনি আরও লেখেন ইন্ডিয়াই জিততে চলেছে।
খোদ মোদী ৪০০ পারের স্লোগান থেকে দূরে হাঁটছেন, বিজেপি নয়, জনগণের ইচ্ছেতেই ৪০০ পারের লক্ষ্যমাত্রা বলে তাঁরা দায় এড়াচ্ছেন। কত সংখ্যক মানুষ এমন ইচ্ছের কথা জানিয়েছেন? আদৌ জানিয়েছেন কি? না-কি দায় এড়ানোর কৌশল?