বাংলাদেশের এমপি যে ফ্ল্যাটে খুন হন, সেখানকার সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল মাংসের টুকরো ও চুল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আওয়ামি লিগের এমপি আনোয়ারুল আজিম আনার নিউটাউনের যে ফ্ল্যাটে খুন হন, সেখানকার সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল মাংসের টুকরো ও চুল। মঙ্গলবার বিকেলে সিআইডির তদন্তকারী দল ওই ট্যাঙ্কে তল্লাশি চালায়।
আওয়ামি লিগের এমপি খুনে তদন্তকারীদের ভরসা ডিজিটাল তথ্যপ্রমাণও। তাই খুনের আগে এমপি’র সঙ্গে অভিযুক্তদের এবং খুনের পরে অভিযুক্তদের নিজেদের মধ্যে ফোনালাপের কল ডিটেইলস বের করা হয়েছে। ওই নথি আদালতে পেশ করে তুলে ধরা হবে সংশ্লিষ্ট সকলের কলকাতায় উপস্থিতির কথা। নিউটাউনের ওই অভিজাত আবাসনে যে এমপি ও অভিযুক্তরা সবাই ছিল, তা প্রমাণ করতে তাদের সঙ্গে থাকা মোবাইলের ‘লোকেশন’ নেওয়া হয়েছে।
অপরাধীরা আবাসন ছেড়ে বেরিয়ে গেলেও, এমপি যে বের হননি, তা প্রমাণে ১৩মে থেকে টানা ১০দিন ওই আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। একইসঙ্গে এমপি যে আবাসনে ঢুকেছিলেন, তার ফুটেজও এসেছে তদন্তকারীদের কাছে। তবে উদ্ধার হওয়া মাংসের টুকরো এবং চুলের নমুনা ডিএনএ পরীক্ষায় মিলে গেলে, এমপি খুনের মামলার তদন্ত নতুন গতি পাবে বলে মঙ্গলবার বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন-উর -রশিদ জানিয়েছেন।