ভারত ভূখণ্ডে সময়ের আগেই বর্ষার প্রবেশ, সৌজন্যে ঘূর্ণিঝড় রেমাল?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়ল বর্ষা, ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় সময়ের আগেই বর্ষার প্রবেশ ঘটল দেশে। কেরল ছাড়াও দেশের বিপরীত প্রান্তে অবস্থিত উত্তর-পূর্ব ভারতের প্রায় সর্বত্রই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে গিয়েছে। উত্তরবঙ্গে দোড়গোড়ায় এসে গিয়েছে বর্ষা। মৌসম ভবনের মতে, আগামী দুই-তিন দিনের মধ্যে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও সিকিমে বর্ষা চলে আসবে। আবহাওয়াবিদরা বলছেন, যেকোনও সময় উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হতে পারে। যদিও দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনও সময় লাগবে। উত্তরবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ৫-৮ জুন। দক্ষিণবঙ্গে বর্ষা আসে ৮-১০ জুন।
কেরলে সাধারণত বর্ষা আসে ১ জুন। তবে কয়েকদিন আগে-পরে হয়ে থাকে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবার আগেই জানিয়েছিল, ৩১ মে’র আশপাশে কেরলে বর্ষা ঢুকবে। তার আগেই বর্ষা চলে এসেছে কেরলে। শেষ কয়েক বছরের মধ্যে কেবল ২০২০ সালেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের কয়েকদিন আগেই কেরলে বর্ষা ঢুকেছিল। ২০১৭ সালের ৩০ মে-তেও মৌসুমি বায়ুর প্রভাবে একদিনেই কেরল ও উত্তর-পূর্ব ভারতে বর্ষা ঢুকেছিল।
আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অক্ষরেখা আরব সাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে অগ্রসর হয়। আরব সাগরের দিকে অবস্থিত প্রান্তটি প্রথমে কেরল উপকূল অতিক্রম করে। বঙ্গোপসাগরের দিকে অবস্থিত প্রান্তটি মায়ানমার ছুঁয়ে উত্তর-পূর্ব ভারতে আসে। কেরলের একটা অংশে মৌসুমি বায়ু ঢুকে পড়েছে। অন্যদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও অরুণাচল প্রদেশের পুরো অংশে পাশাপাশি অসম, ত্রিপুরা ও মেঘালয়ের বড় অংশে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের সীমান্তের কাছে অসমের ধুবড়ি চলে এসেছে। রেমালের প্রভাবে ও মৌসুমি বায়ুর প্রবেশের কারণে উত্তর-পূর্ব ভারতে ইতিমধ্যেই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধিতে সহায়ক হিসাবে কাজ করেছে। দেশে স্বাভাবিক নিয়মে ১ জুলাইয়ের মধ্যেই বর্ষা এসে যাওয়ার কথা। যা অগ্রগতির উপর নির্ভর করে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে, সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে এবার দেশে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।