রেশন দুর্নীতি মামলায় ED-র তলব টলিউড অভিনেত্রীকে, হাজিরা দেবেন তিনি?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার রেশন দুর্নীতি মামলায় তলব করা হল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইডি জানিয়েছে, অভিনেত্রীর সংস্থা এবং রেশন দুর্নীতিতে অভিযুক্তদের মধ্যে লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে।

৫ জুন তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।

নায়িকার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি এখন নিউইয়র্কে রয়েছেন, ৬ জুন তাঁর ফেরার কথা।

ইডি সূত্রের খবর, নায়িকার সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী অধুনা জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচয় ছিল।

এজেন্সির দাবি, জ্যোতিপ্রিয় ও বাকিবুরের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছে অভিনেত্রীর সংস্থা।

অংশগ্রহণকারী শিল্পীদের বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

টাকা নগদে পেমেন্ট করা হয়েছে কি না, তার খোঁজ করছে ইডি।

তদন্তকারীরা প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বাকিবুরের অ্যাকাউন্ট থেকে নায়িকার সংস্থার অ্যাকাউন্টে টাকা জমার নথি পেয়েছেন। তারপরই তাঁকে তলব করার সিদ্ধান্ত নেন তাঁরা।

বুধবার রাতে অভিনেত্রীর ঠিকানায় পৌঁছয় নোটিশ।

প্রসঙ্গত, রোজভ্যালি মামলায় ২০১৯ সালে অভিনেত্রীকে তলব করেছিল ইডি। বিদেশ ভ্রমণে তাঁর অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি হাজিরা দেন। তাঁর নথি দেখে সন্তুষ্ট হন ইডি আধিকারিকরা।