শহরে স্পর্শকাতর বুথের সংখ্যা কত? নিরাপত্তার ব্যবস্থা কেমন?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শনিবার গোটা দেশে শেষ দফার লোকসভা ভোটগ্রহণ হতে চলেছে, কলকাতা-সহ রাজ্যে ভোট গ্রহণ চলবে। কলকাতা পুলিশের আওতাধীন গোটা এলাকায় ভোট এদিন জুনের পয়লা তারিখে। লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত মোট ৫৭৬টি বুথসংলগ্ন এলাকা স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর লোকসভার একাংশ, জয়নগর এবং ডায়মন্ডহারবার লোকসভার সামান্য অংশ রয়েছে কলকাতা পুলিশের অধীনে। যার ৫৭৬টি এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি কলকাতা পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে কমিশন তরফে।
২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে শহরের কোন কোন এলাকায় অশান্তি, হিংসার ঘটনা ঘটেছিল, গত বিধানসভা ভোট কোথায় কী অশান্তি হয়েছিল, সেই সঙ্গে এবারের সম্ভাব্য স্পর্শকাতর হিসেবে কলকাতা পুলিশ কোন কোন এলাকার কথা ভাবছে, সেই তালিকা নিয়ে, সবকিছু খতিয়ে দেখে ৫৭৬টি বুথসংলগ্ন এলাকাকে চিহ্নিত করেছে কমিশন। শহরের মধ্যে রয়েছে যাদবপুরের দু’টি, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের সাতটি করে বিধানসভা। জানা গিয়েছে, এই ১৬টি বিধানসভার সাড়ে তিনশোর বেশি বুথসংলগ্ন এলাকা স্পর্শকাতর। কলকাতা পুলিশের দাবি, চিৎপুর, বেলগাছিয়া, বেলেঘাটা, জোড়াসাঁকো, জোড়াবাগান, বড়বাজার, বালিগঞ্জ, যাদবপুর এলাকার একাধিক বুথ ও তাঁর সংলগ্ন এলাকাকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুলিশের অন্তর্গত কলকাতা লেদার কমপ্লেক্স থানা ও সদ্য যুক্ত হওয়া ভাঙড় ডিভিশনের আটটি থানা এলাকায় স্পর্শকাতর এলাকাগুলি রয়েছে।
শহরে ২৪৬ কোম্পানি বাহিনীর নিরাপত্তায় চলবে ভোটগ্রহণ। স্পর্শকাতর এলাকার প্রহরার কাজে বাড়তি এক হাজার ফোর্স মোতায়েন করছে লালবাজার। মোতায়েন করা হয়েছে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম এবং ফ্লাইং স্কোয়াড। দু’টি বিভাগের ১১৪টি টিম থাকছে।