কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য ৮০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিচ্ছে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চার বছরের বিটেক কোর্সে জেনারেল ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আবাসিক কোটা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
শুধুমাত্র সেই শিক্ষার্থীদেরই বাংলার আবাসিক হিসাবে গণ্য করা হবে, যারা হয় ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত অন্তত ১০ বছর ধরে রাজ্যে অবিচ্ছিন্নভাবে বসবাস করছেন বা যাদের বাবা-মা স্থায়ী ঠিকানা-সহ রাজ্যের স্থায়ী বাসিন্দা।
২০২৩ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের আসনগুলি সমস্ত রাজ্যের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এবার নতুন সিদ্ধান্তের ফলে বাংলার ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। ‘জাতীয় বাংলা সম্মেলন’ বলে একটি সংগঠন দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল। স্বাভাবিক ভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন এই সিদ্ধান্তের ফলে তারা খুশি। সংগঠনটির পক্ষে জানানো হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় এর ইঞ্জিনিয়ারিং বিভাগে অবশেষে ভূমিসন্তানরা সংরক্ষণের আওতায় আসতে চলেছে। ফ্যাকাল্টি কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাশ হওয়ার অপেক্ষা।