রবীন্দ্র সরোবরের জমি লিজের বিরুদ্ধে পরিবেশ দিবসে মানববন্ধনের আয়োজন পরিবেশকর্মীদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাতর্ভ্রমণকারী এবং পরিবেশকর্মীরা রবীন্দ্র সরোবরের জমি লিজ দেওয়ার বিরুদ্ধে পরিবেশ আদালতের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আগামী কর্মসূচির কথা ঘোষণা করলেন তাঁরা। তাঁরা জানিয়েছেন, আগামী ৫ জুন একটি মানববন্ধনের আয়োজন করতে চলেছেন।
দক্ষিণ কলকাতার ফুসফুস হল রবীন্দ্র সরোবর। সেখানকার ফাঁকা জমি একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, সেখানে সেলিব্রিটি ক্রিকেট লিগের অনুশীলন হবে। বড় বড় করে পোস্টার লাগানো হয়েছে, সেলিব্রিটিরা ক্রিকেট খেলবেন। কেএমডিএর সিদ্ধান্তে ক্ষিপ্ত সরোবরে আসা প্রাতর্ভ্রমণকারী থেকে শুরু করে পরিবেশ কর্মীরা। ফাঁকা জমি লিজ না দিয়ে সেখানে শহুরে বনায়নের দাবি জানাচ্ছেন তাঁরা। জমি লিজ দেওয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থও হলেন তাঁরা। জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের করা হয়েছে। পরিবেশকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, সরোবরের জল ও সবুজ রক্ষা করে কলকাতাকে দূষণের হাত থেকে বাঁচানো প্রয়োজন।