দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বাচ্চাদের খেলা, শিশুদের ফিডিং রুম, প্রবীণের জন্য বিশ্রামের ব্যবস্থা-সহ সেজে উঠেছে হাবড়ার মডেল বুথ, দেখুন ভিডিও

June 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কমিশনের নির্দেশে প্রতিটি বিধানসভায় একটি করে মডেল বুথ গড়ে তোলা হয়েছে। বারাসত আসনের অন্তর্গত হাবড়া বিধানসভা কেন্দ্রের হাবড়ার হিজলপুকুর উদ্বাস্তু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে তৈরি হয়েছে মডেল বুথ। দেখলে মনে হবে যেন দুর্গা পুজোর কোনও মণ্ডপ। ভিতরে বয়স্ক ভোটারদের বিশ্রামের জন্য রয়েছে সোফা। শারীরিকভাবে অক্ষমদের জন্য রয়েছে হুইল চেয়ার। শিশুদের জন্য খেলনা, ফিডিং রুমের ব্যবস্থাও আছে। বাচ্চাদের জন্য স্লিপ থেকে খেলনা সবই রয়েছে। ভোটদানে উৎসাহ দিতে শ্রমিক ও তৃতীয় লিঙ্গের ভোটারদের মডেল তৈরি করা হয়েছে।

জানা গিয়েছে, বিগত ১১ দিন ধরে প্লাই, ফাইবার, টিন ও রঙ দিয়ে বুথ তৈরি করা হয়েছে। জনৈক ইন্দ্রজিৎ পোদ্দার নামে হাবড়ার এক শিল্পী বুথ তৈরি করেছেন। মডেল বুথে রয়েছে চারটি ভোটগ্রহণ কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#Habra, #model booths

আরো দেখুন