রাজ্য বিভাগে ফিরে যান

নথি ছাড়াই CPI( M) নেতার বোনের শিক্ষিকার চাকরি? বাম আমলে নিয়োগ দুর্নীতির বিস্ফোরক তথ্য ফাঁস

June 1, 2024 | < 1 min read

প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯৯৭ সালে সহকারী শিক্ষিকা পদে নিযুক্ত হয়েছিলেন অনিতা মন্ডল। পরবর্তীতে তিনি গোঘাট হাই স্কুলে ২০০৫ সালে সহকারী প্রধান শিক্ষিকা পদে যোগ দেন। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী জরুরী ভিত্তিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র নিয়ে হদিশ করতেই সামনে এল অবাক করা তথ্য। যখন অনিতাদেবী গোঘাট হাইস্কুলে নিযুক্ত হন, তখন হাইকোর্টের নির্দেশে ইন্টারভিউয়ের হাজির থাকার প্রমাণ অর্থাৎ উপস্থিতির কপি জমা দিতে পারেননি। নথি ছাড়াই স্কুলে সহকারী প্রধান শিক্ষিকা পদে কীভাবে চাকরি পেলেন অনিতা? উঠছে প্রশ্ন।

জানা যাচ্ছে, ১৯৯৭ সালে অনিতা মণ্ডল হাইকোর্টের নির্দেশে ইন্টারভিউয়ে বসেন এবং পরিচালন সমিতির প্যানেল অনুযায়ী শিক্ষিকা হিসাবে যোগদান করেন। তখনই কোনও উপস্থিতির কপি জমা দিতে পারেননি তিনি। জানা গিয়েছে, সহকারী প্রধান শিক্ষিকা অনিতা মন্ডলের দাদা স্বপন মন্ডল একদা সিপিআইএমের নেতা ছিলেন। তিনি নিজেও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। তৎকালীন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে আসীন ছিলেন স্বপন মন্ডল। কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি নেই সহ-শিক্ষিকা নিয়োগের, কিন্তু বিদ্যালয়ের রেজুলেশনে তাঁর উল্লেখ রয়েছে।

অনিতা মন্ডলের অবৈধ চাকরির খবর প্রকাশ্যে আসতে সরব রাজ্যের শাসক দল। চিরকুটে চাকরির অভিযোগ এনে তৃণমূলের দাবি, স্বপন মন্ডল রাজনৈতিক প্রভাবের জোরে নিজের দুই ছেলে, বোন অনিতা এবং ভাইকে চাকরিতে পাইয়ে দিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Teacher, #Cpim, #Corruption

আরো দেখুন