রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ

June 1, 2024 | 5 min read

সপ্তম দফায় বাংলার নয় কেন্দ্রে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, পয়লা জুন, সপ্তম দফার ভোটগ্রহণ। বাংলার নয় কেন্দ্রে চলছে গ্রহণ। দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোটগ্রহণ চলছে। গোটা দেশে ৯০৪ প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে। বাংলার ন’টি কেন্দ্র হল, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার। এছাড়াও বরাহনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে।

সপ্তম দফায় মোট বুথ সংখ্যা ১৭,৪৭০টি। তার মধ্যে ৩,৭৪৮টি স্পর্শকাতর। বসিরহাট কেন্দ্রের ১,৮৯৬টি বুথের মধ্যে স্পর্শকাতর ১,০৯৬টি। জয়নগরে ১৮৭৯টি বুথের মধ্যে ৬৮৬টি স্পর্শকাতর। দমদমে মোট ১,৭৯২টি বুথের মধ্যে ৫৭২ স্পর্শকাতর। মথুরাপুর কেন্দ্রে ১৮৯৮টি বুথের মধ্যে মোট ৪২০টি বুথ স্পর্শকাতর। যাদবপুরে ২,১২০টি বুথের মধ্যে স্পর্শকাতর ৩২৩টি। বারাসতে বুথ সংখ্যা ১৯৯১, তার মধ্যে স্পর্শকাতর ২৭০টি। ডায়মন্ডহারবারে ১,৯৬১টি বুথের মধ্যে স্পর্শকাতর ১৯৮টি। কলকাতা দক্ষিণে ২০৭৮টি বুথের মধ্যে ১১৭টি স্পর্শকাতর। কলকাতা উত্তরে ১৮৬৯টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথ সংখ্যা সবচেয়ে কম, ৬৬।

কুইক রেসপন্স টিম থাকছে ১,৯৫৮টি, কলকাতায় থাকছে ৬০০ কুইক রেসপন্স টিম। বারাসাত পুলিশ জেলায় ৬৬ সেকশন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৬০ সেকশন, বারুইপুর পুলিশ জেলায় ১৪২ সেকশন, বসিরহাট পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১০৩ সেকশন, বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৩২ সেকশন, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৯৭ সেকশন, কলকাতা পুলিশের এলাকায় ৬০০ সেকশন এবং সুন্দরবন পুলিশ জেলায় ১০৩ সেকশন কুইক রেসপন্স টিম মোতায়েন করা হবে।

কলকাতাতেই ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। ১২,৭০০ জন পুলিশ কর্মীও থাকবেন। টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর ৩২৪টি বিশেষ কুইক রেসপন্স টিম। ৮০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড শহরজুড়ে টহলদারি চালাবে। শহরের প্রবেশ পথে বিভিন্ন এলাকায় মোট ৪৫টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। প্রতিটিতে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রতিটি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম এবং ফ্লাইং স্কোয়াডের সঙ্গেও হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। বৃহস্পতিবার রাত থেকেই ৭২টি নৈশ টহলদারি ভ্যান নামানো হচ্ছে। প্রতিটি ভ্যানে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। ৭২টি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ। গোসাবা, সন্দেশখালির মতো জায়গায় ড্রোনে নজরদারি চালান হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শেষ দফায় বুথের নিরাপত্তায় থাকছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সপ্তম দফায় মোট ৩৩,২৯২ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। বারাসত পুলিশ জেলায় থাকবেন ২,৭১৬ জন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ২,৬৬২ জন, বারুইপুর পুলিশ জেলায় ৪,৩৬৬ জন, বসিরহাট পুলিশ জেলায় ৩,১২০ জন, বিধাননগর পুলিশ কমিশনারেটে ২,০৩৪, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় মোতায়েন করা হবে ৩,৯২৫ জন, কলকাতা পুলিশ কমিশনারেটে থাকবেন ১১,৩১২ জন, সুন্দরবন পুলিশ জেলায় ৩,১৫৭ জন। মোট ১কোটি ৬৩ লক্ষ ৪০ হাজারের বেশি ভোটদাতা ভোট দেবেন এই দফায়।

দেখুন LIVE UPDATE

১৭.০০: রাজ্যে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ

১৬:৪৫ – কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

১৬:১৫ – হাড়োয়ার বেড়াচাঁপায় বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কনভয়ের কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কা অটোতে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

১৫:৪৫ – উত্তর কলকাতার কেশব একাডেমি স্কুলের ২০৯ নম্বর বুথে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা

১৫:৪০ – সস্ত্রীক ভোট দিলেন অভিনেতা জিৎ

১৫:৩৫ – ভোট দিলেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

১৫:৩২ – ভোট দিলেন অভিনেত্রী তথা হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়

১৫:৩০ – রাজ্যে দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ৫৮.৪৬ শতাংশ

১৪:৩৫ – দুপুর ১ টা পর্যন্ত মোট অভিযোগ পড়ল ১৮৯৯ টি। এর মধ্যে NGRS-এ ১৩০৬, C VIGIL-এ ১২৮, CMS-এ ৪৬৫টি অভিযোগ জমা পড়েছে। দমদম , বারাসত এবং বসিরহাট থেকে অভিযোগ জমা পড়েছে ৬৩১টি। জয়নগর, মথুরাপুর, যাদবপুর এবং ডায়মন্ড হারবার মিলিয়ে মোট ৫৫৩টি অভিযোগ জমা পড়েছে এখনও

১৪:৩০ – সপরিবারে ভোট দিলেন মেয়র ফিরহাদ হাকিম

১৪:১৫ – নির্বাচনী ডিউটিতে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি ২০৭ নম্বর বুথের পাশে তৃণমূলের দলীয় নির্বাচনী বুথ ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল। গোপালগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন

১৪:০০ – বাবাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য

১৩:৫০ – ভোট দিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়

১৩:৪০ – ভোট দিলেন যাদবপুরের বিদায়ী সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী

১৩:৩৫ – ভোট দিলেন বসিরহাটের বিদায়ী সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান

১৩:৩০ – রাজ্যে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৪৫.০৭ শতাংশ

১২:৪৫ – সন্দেশখালির বয়ারমারী এলাকার ২৫ নং বুথে গোলমালের জেরে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হানা দিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে একা পেয়ে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। পাশাপাশি অভিযোগ উঠেছে গবাদি পশু ও আরও কিছু মহিলাদের অত্যাচার করার।

১২:৩০ – তেলেঙ্গা বাগানের উল্টো দিকের একটি বুথে ভোটারদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে সেই ভোট পড়ছে বিজেপিতে

১১:৩০ – রাজ্যে বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার ২৮.১০%

১১:২৫ – সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বামনগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিলেন

১১:২০ – লোকসভা নির্বাচনের সপ্তম দফায় বেলা ১১ টা পর্যন্ত নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ল মোট ১৪৫০টি

১০:৪৫ – ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

১০:৪৩ – ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বরাহনগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে। বরাহনগরে বিকেসি কলেজের বুথে হাতাহাতিতে জড়িয়ে পরলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

১০:৪০ – সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল উমাচরণ হাইস্কুলের ১০ নম্বর বুথে ইভিএম বিভ্রাটের জেরে এখনও পর্যন্ত শুরুই হয়নি ভোটগ্রহণ। আড়াই ঘণ্টা ধরে লাইনে দাঁড়ানো ক্ষুব্ধ ভোটারদের সাথে ইঞ্জিনিয়ার ও প্রিসাইডিং অফিসারদের গন্ডগোল শুরু হয়েছে

১০:৩৭ – পঞ্চায়েত সদস্যর স্বামী তথা এলাকার তৃণমূলের কর্মীকে বসিরহাট লোকসভার সন্দেশখালির খুলনা অঞ্চলে ১৭৭ নম্বর বুথেরমেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

১০:৩৫ – সন্দেশখালির বোয়ারমারির ৩৩ নং বুথে তৃণমূল এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ধৃত ১

১০:৩২ – কোথায় ভোট দিতে হবে ভোটারদের সেই বিষয়ে নির্দেশ দিচ্ছেন বিজেপি এজেন্টরা, উঠলো এমনি অভিযোগ। বসিরহাটের সিং পাড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা

১০:৩০ – ভোট দিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়

১০:০০ – বাংলার সপ্তম দফায় সকাল ৯টা পর্যন্ত কমিশনে মোট অভিযোগ জমা পড়ল ৭১৫টি

০৯:৩০ – সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১২.৬৩%

০৯:২৫ – ভোট দিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

০৯:২০ – বারুইপুর জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রে ১২২ নম্বর বুথে ইভিএম খারাপের জেরে ঘণ্টা দুয়েক কেটে গেলেও এখনও ভোটগ্রহণ শুরুই হয়নি

০৯:১৫ – দিগবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ২৩২ নম্বর বুথে ভোট দিলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার

০৮:৩০ – ভোট দিলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ আলম, সঙ্গে স্বামী ডঃ ফুয়াদ হালিম

০৮:১৫ – সস্ত্রীক ভোট দিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়

০৮:০১ – ইভিএম খারাপ বারুইপুর হরিহরপুর অঞ্চলের খাসমল্লিক কাজিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৭০ নম্বর বুথে। সরানো হলেও এখনও পর্যন্ত ভোট শুরু হয়নি

০৮:০০ – ভাঙড়ের সাতুলিয়ায় আইএসএফের হামলা, তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর, তৃণমূল কর্মীকে মারধর, বোমা-গুলি ছোড়ার অভিযোগ

০৭:৫৫ – জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলি বিধানসভা মেরিগঞ্জ ২ অঞ্চলের ৪০ , ৪১ নম্বর বুথে গ্রামবাসীরা ইভিএম ফেলে দিলেন পুকুরে

০৭:৫০ – মধ্যমগ্রামের ২৩৩ নং বুথে তৃণমূলের বুথ এজেন্টকে বসতে বাধা, প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের এজেন্ট

০৭:৪৫ – সকাল ৭.৩০টা পর্যন্ত কমিশনে মোট ৫৮টি অভিযোগ জমা হয়েছে। যার মধ্যে জয়নগর থেকে ১৮টি ও যাদবপুর থেকে ১৩টি। সবই মূলতঃ ইভিএম সংক্রান্ত বলেই জানানো হয়েছে

০৭:৪৫ – ইভিএম মেশিন খারাপ থাকায় মহেশতলার ৩৫ নম্বর ওয়ার্ডের ২৮৯ নম্বর বুথে এখন শুরু হয়নি ভোটগ্রহণ

০৭:৪২ – যাদবপুর লোকসভা কেন্দ্রের ১২১ এবং ১২২ নম্বর বুথে মেশিনের গোলযোগ থাকার কারণে এখনো পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি বলে খবর

০৭:৪০ – বরানগর উপনির্বাচনেও তৃণমূলের এজেন্টের সঙ্গে বচসা, অশান্তি করার অভিযোগ বিজেপি প্রার্থী সজল ঘোষের বিরুদ্ধে

০৭:৩৫ – বরাহনগরের ১০৪ ও ১০৫ নম্বর বুথে ইভিএম খারাপ থাকাতে ব্যাহত ভোটগ্রহণ

০৭:৩০ – বসিরহাটের এক আবাসনে উদ্ধার ১৯ লক্ষ টাকার জাল নোট। গ্রেপ্তার ৬ বিজেপি কর্মী

০৭:০০ – খড়দহের দু নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্টেডিয়ামের সামনে তৃণমূলের ক্যাম্প অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #7th phase, #West Bengal, #Loksabha

আরো দেখুন