ফলপ্রকাশের পর দিল্লিতে বঙ্গ BJP-র সঙ্গে বৈঠকে বসবেন মোদী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফলাফল ঘোষণার পরই দিল্লিতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের ডাক পড়তে পারে। শোনা যাচ্ছে, ৪ জুনের পরেই বাংলার বিজেপি নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করতে চলেছেন মোদী। দিল্লি বা রাজ্য, বিজেপির কোনও শিবিরের তরফেই খবর মেলেনি। দিল্লিতে মোদী-বঙ্গ বিজেপি বৈঠকের সম্ভাবনা রয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শনিবার সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন। বুথফেরত সমীক্ষার ফলাফলও আজ প্রকাশিত হবে। লোকসভা নির্বাচনে ভাল ফলাফলের বিষয়ে একপ্রকার নিশ্চিত দিল্লির গেরুয়া নেতারা। বিহারের ঔরঙ্গাবাদে নির্বাচনী সমাবেশে অমিত শাহ দাবি করেন, পঞ্চম দফার লোকসভা নির্বাচনেই নাকি বিজেপি ৩১০টি আসনে জয়লাভ করেছে। শেষ দুই দফার নির্বাচনে এনডিএ ৪০০টি আসন পেরিয়ে যাবে। তাই আপাতত আগাম পরিকল্পনা ছকে নিতে চাইছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে বিজেপি অন্দরে চর্চা শুরু হয়েছে।
বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে, নেতৃত্বের দায়িত্ববণ্টন হবে। সাংগঠনের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ববণ্টনও হবে। এবার কি বঙ্গ বিজেপিকে বেশি গুরুত্ব দিতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব? আগাম ছক কষতে মরিয়া বিজেপির দিল্লির নেতারা। অন্য রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠক হবে কি না, তা জানা যায়নি।