দেশ বিভাগে ফিরে যান

কতটা সঠিক হয় বুথ ফেরত সমীক্ষা?

June 2, 2024 | 2 min read

ছবি সৌজন্যে: TV9 Bharatvarsh

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হল আজ অর্থাৎ শনিবার। ভোটগ্রহণপর্ব শেষ হতে না হতেই শুরু হয়েছে এক্সিট পোল। বিভিন্ন সংবাদ সংস্থা তাদের এক্সিট পোল নিয়ে হাজির হয়েছে। কেউ এক্সিট পোলকে সঠিক বলে মেনে নিচ্ছেন আবার কেউ তা প্রত্যাখ্যান করছেন। এই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক তা জানতে অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।

২০০৪ সালে এক্সিট পোল সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিল। দাবি করা হয়েছিল যে কংগ্রেস নির্বাচনে জিতবে না। প্রায় সব এক্সিট পোলেই দাবি করা হয়েছিল যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু তা হয়নি। সেবার এনডিএ ২০০টি আসনও পায়নি। সেবার এসপি ও বিএসপির সমর্থনে কেন্দ্রে সরকার গঠন করেছিল কংগ্রেস।

দেখে নিন ২০২১ এর এক্সিট পোল সমীক্ষার ফলাফল:

এরপর ২০০৯ সালেও বিভিন্ন সংস্থার সমীক্ষায় বলা হয়েছিল ইউপিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বলা হয়েছিল, এইপিএ ১৯৯টি আসন এবং এনডিএ ১৯৭টি আসন পাবে। কিন্তু সেবার ফলাফল প্রকাশের পর দেখা যায়, ইউপিএ ২৬২টি আসন পেয়েছিল। এবং এনডিএ পেয়েছিল ১৫৯টি আসন।

এমনকী বিদেশেও ব্রিটেনের ব্রেক্সিট বা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ক্ষেত্রে পূর্বাভাস মেলেনি।

বিশ্বে প্রথম এক্সিট পোল ১৯৬৭ সালে এসেছিল। এটি শুরু করার কৃতিত্ব নেদারল্যান্ডসের একজন সমাজবিজ্ঞানী এবং প্রাক্তন রাজনীতিবিদ মার্সেল ভন ড্যামের। তিনি ১৯৬৭ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এক্সিট পোল শুরু করেন। তাঁর মূল্যায়ন সঠিক ছিল। এরপর বিভিন্ন দেশেই নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষার দিকে নজর থাকে আম জনতার।

কেন বুথ-ফেরত সমীক্ষা সব সময় মেলে না? পরিসংখ্যানবিদেরা বলছেন, যে কোনও সমীক্ষার ক্ষেত্রেই সামান্য কিছু লোকের মতামত নিয়ে সকলের মনোভাব বোঝার চেষ্টা হয়। সেই সামান্য কিছু লোককে এমন ভাবে বেছে নেওয়া হয়, যাতে তার মধ্যে গোটা সমাজের প্রতিনিধিত্ব থাকে। কিন্তু বুথ-ফেরত সমীক্ষার ক্ষেত্রে তা মানা যায় না।

দ্বিতীয় সমস্যা হল, এই সমীক্ষায় কোন দল কত শতাংশ ভোট পাবে, তার হিসেব কষা হয়। তার থেকে আসন ভিত্তিক পূর্বাভাস হয়। কিন্তু একটা দলের ভোট সব আসনে সমান ভাবে ছড়িয়ে থাকে না। তা ছাড়া এ দেশে কেউ ৩০ শতাংশ বা তার থেকেও কম ভোট পেয়ে জিতে যেতে পারেন। পাশাপাশি, কত শতাংশ ভোট এক দলের ঝোলা থেকে আর এক দলের ঝোলায় গিয়ে পড়বে, তার উপরেও অনেক কিছু নির্ভর করে। ভোটের এই ঝোলা বদল সব সময় যে একটি দলেরই পক্ষে যাবে, তা-ও কিন্তু নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha election results, #politics, #Exit Poll, #Loksabha Elections, #loksabha elections 2024, #Exit poll2024

আরো দেখুন