খেলা বিভাগে ফিরে যান

গোলকিপিং স্কুল খুলছে ইস্ট বেঙ্গল? নেপথ্যে ১৯৮২-র এশিয়ানের ভারত অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি

June 2, 2024 | < 1 min read

গোলকিপিং স্কুল খুলছে ইস্ট বেঙ্গল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার ময়দান আর বাঙালিদের সে’ভাবে দেখা মেলে না, আম বাঙালি থেকে ক্রীড়াবিদ এ অভিযোগ সক্কলের! কারণ ফুটবলার সাপ্লাই লাইন ঘেঁটে গিয়েছে। মফস্বলের মাঠ থেকে ফুটবলার উঠে আসা বেশ কিছুটা থমকে গিয়েছে শেষ এক দশকে। এবার ছবি বদলের উদ্যোগ নিতে চলছে লাল-হলুদ শিবির। নেপথ্যে প্রাক্তন গোলকিপার তথা ১৯৮২ সালের এশিয়ান গেমসের ভারত অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি।

১৯৭৫-র আইএফএ শিল্ড ফাইনালে ইস্ট বেঙ্গলের পাঁচ গোলের চার গোল মোহন বাগানের তেকাঠির
তলায় দাঁড়িয়ে হজম করেছিলেন তরুণ ভাস্কর গাঙ্গুলি। মরশুম শেষে তাঁকে ছেঁটে ফেলে সবুজ-মেরুন কর্তারা। লাল-হলুদ জার্সিতে ফিনিক্স পাখির মতো ফিরে আসেন ভাস্কর। তারপর এক যুগেরও বেশি সময় তিনি লাল-হলুদ জার্সিতে খেলেন। এবার তিনিই ইস্ট বেঙ্গলে গোলকিপিং স্কুল চালু করতে চান। ভাস্করের কথায়, তিনি ক্লাবের সুখদুঃখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নিজের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে চান। ভারতীয় দলেও বঙ্গসন্তানের সংখ্যা হাতে গোনা। ছবিটা বদলাতে মরিয়া ভাস্কর।

লাল-হলুদ কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। ক্লাবের সবুজ সংকেত মিললেই ভাস্কর শুরু করবেন। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টও খুব উৎসাহী।

TwitterFacebookWhatsAppEmailShare

#goalkeeping school, #Kolkata, #East Bengal, #Bhaskar Ganguly

আরো দেখুন