খেলা বিভাগে ফিরে যান

টি-২০-র বিশ্বযুদ্ধ শুরু আগে কোথায় দাঁড়িয়ে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড?

June 2, 2024 | < 1 min read

টি-২০-র বিশ্বযুদ্ধ শুরু আগে কোথায় দাঁড়িয়ে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ থেকে শুরু হচ্ছে কুড়ি কুড়ির বিশ্বযুদ্ধ, এবার খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে ইংল্যান্ড। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এই মুহূর্তে টি-২০ র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে। জস বাটলারের দলের বাড়তি চাপ থাকছেই, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে কোনও দল পরপর দু’বার জয়ী হয়নি।

ইংল্যান্ড কার্যত দুরন্ত ছন্দে। দলে রয়েছেন ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুকের মতো পাওয়ার হিটাররা। স্যাম ক্যারান, মঈন আলি, লিয়াম লিভিংস্টোনদের মতো অলরাউন্ডাররা দলের ভারসাম্য বাড়াচ্ছে। পেস বোলিং সামলাবেন মার্ক উড। তবে বেন স্টোকসের অনুপস্থিতি বড় হয়ে দেখা দিতে পারে। জোফ্রা আর্চার অবশ্য চোট সারিয়ে দলে ফিরেছেন।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অজিরা। এবারের অন্যতম ফেভারিট তারা। ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা আইপিএলে দুরন্ত ছন্দেও রয়েছেন। চোট সারিয়ে জশ হ্যাজলউজ দুরন্ত ফর্মে। ওপেনার ডেভিড ওয়ার্নারের শেষ বিশ্বকাপ হয়ত এটাই। মারকুটে বাঁহাতি ওপেনারকে চিরাচরিত আগ্রাসী মেজাজেই দেখা যেতে পারে। গ্লেন ম্যাক্সওয়েলের ফর্ম নিয়ে চিন্তা থাকছে। মার্শ ছাড়াও অলরাউন্ডার হিসেবে দলে আছে ক্যামেরন গ্রিন, মার্কাস স্টোইনিস। ঘূর্ণির দায়িত্ব থাকবেন অ্যাডাম জাম্পা, অ্যাশটন অ্যাগাররা।

TwitterFacebookWhatsAppEmailShare

#England, #ranking, #T20 World Cup 2024

আরো দেখুন