দুরন্ত ঋষভ, টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশকে হারাল ভারত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সদ্য সমাপ্ত আইপিএলে দুরন্ত কামব্যাক করেন পন্থ। এবার টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে চেনা ছন্দে পাওয়া গেল ঋষভকে। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন ভারতের এই তারকা ব্যাটার। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮২ রান তুলল ভারত। ৩২ বলে পন্থের ৫৩ রানের ইনিংস ছিল ৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো। হার্দিক অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের বিরুদ্ধে ৬০ রানের জয় তুলে নেয় টিম রোহিত। দু’টি করে উইকেট নিয়েছেন অর্শদীপ সিং ও শিবম দুবে। ২০ ওভারে নয় উইকেট হারিয়ে বাংলাদেশ ১২২ রানে থেমে যায়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৪০ রানে ক্রিজ ছাড়েন মাহমুদুল্লা, সাকিব-আল-হাসান করেন ২৮ রান।
প্রস্তুতি ম্যাচের আগেই আমেরিকায় পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলি। দীর্ঘ বিমানযাত্রার ধকলের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যশস্বী জয়সওয়ালকেও নামানো হয়নি। রোহিতের সঙ্গী হয়ে ওপেন করেন সঞ্জু স্যামসন। প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়েও জাতীয় দলের জার্সিতে ফের ব্যর্থ সঞ্জু। ৬ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। বড় শট মারতে গিয়ে বাউন্ডারির ধারে ধরা পড়েন রোহিত। তিন নম্বরে নেমে ভারতীয় ব্যাটিং সামলান পন্থ। হাফ সেঞ্চুরি করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন পন্থ। সূর্যকুমার যাদব ৩১ রান করেন।