জীবনের প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত সৌমিতা, সোহেল, কোমলরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোট দেওয়া মানেই কি অফিসিয়ালি বড় হয়ে যাওয়া? প্রথমবার ইভিএমের বোতামে চাপ দেওয়া, আঙুলে ভোটের কালি লাগিয়ে সেলফি তোলা, লাইনে দাঁড়ানো, সব কিছুর অনুভূতিই আলাদা। ভোট দিয়ে রীতিমতো উচ্ছ্বসিত নতুন ভোটাররা। কলকাতা উত্তরের এক কেন্দ্রে এই প্রথম পরিবারের বাকিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সৌমিতা, প্রথমবারের জন্য নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। প্রথম ভোট দেবেন বলে তিনি নিজেও খুব এক্সাইটেড ছিলেন। ভোট দিয়ে বেরিয়ে ক্যামেরার সামনে ভোটের কালি দেওয়া আঙুল দেখিয়ে পোজ দিলেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার প্রথম ভোটার হয়েছেন ১.৮ কোটি। যদিও তাঁদের মধ্যে কতজন ভোটাধিকার প্রয়োগ করেছেন তা এখনও জানা যায়নি। ফল প্রকাশের পর বিস্তারিত তথ্য মিলতে পারে। তরুণ প্রজন্মের ভোট কোনদিকে পড়ল সে ধারণাও মিলবে ফলাফল বিশ্লেষণ করে। তবে জীবনের প্রথম ভোট দিয়ে অনেকেই আপ্লুত। অনেক নতুন ভোটদাতার বক্তব্য, তাঁরা ছোটবেলা থেকে দেখবেন বাবা-মা ভোট দিতে যাচ্ছেন। এবার নিজেরাই গণতন্ত্রের বড় উৎসবে সামিল হতে পারায় অত্যন্ত খুশি অষ্টাদশীরা।