কলকাতা বিভাগে ফিরে যান

ভোট দিয়েই দুর্গা প্রতিমা গড়তে নেমে পড়ল কুমোরটুলি

June 2, 2024 | < 1 min read

ভোট দিয়েই দুর্গা প্রতিমা গড়তে নেমে পড়ল কুমোরটুলি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কুমোরটুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে, এ বছর দুর্গাপুজো অক্টোবরের শুরুতেই। মাত্র চারমাস সময়!ইতিমধ্যেই ভিন রাজ্য এবং বিদেশে দুর্গা প্রতিমা যাওয়া শুরু হয়ে গিয়েছে। ভোট দিয়েই মৃৎশিল্পীরা প্রতিদিনের মতো প্রতিমা গড়ার কাজে নেমে পড়েছিল।

কলকাতা উত্তর কেন্দ্রের অধীন শ্যামপুকুরে কুমোরটুলি, যা কলকাতা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড। এই পাড়ার কয়েক হাজার বাসিন্দার প্রতিমা, প্রতিমার গয়না ও ফাইবার গ্লাসের মূর্তি নির্মাণ করে দিনযাপন করেন। তাঁরা ভোট দেন, কুমোরটুলির পুরসভার হেলথ সেন্টারে এবং সব পেয়েছির আসরে।

মৃৎশিল্পীদের বক্তব্য, টাইমে ডেলিভারি দিতে হবে। তাই সকাল সকাল ভোট দিয়ে কাজে হাত লাগিয়েছেন সকলে। বসে থাকার অবকাশ নেই। তাঁদের কথায়, শিয়রে সংক্রান্তি। বিভিন্ন জায়গায় ঠাকুর যেতে শুরু হয়েছে। শেষ মুহূর্তের কাজ এখনও বাকি। নাওয়া-খাওয়ার সময় নেই। কাজের ফাঁকে ভোট দিয়ে এসেছেন। তাঁরাই বলছেন, ভোট না দিলে চলবে না। দেশের ভালো হোক। মানুষ ভালো করে বাঁচুক। গণতন্ত্র আরও মজবুত হোক। তাই তাঁরা কাজের চাপের মধ্যেও ভোট দিয়ে এসেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kumartuli, #Durga Idols, #Loksabha Election 2024, #Potters

আরো দেখুন