হাওড়া, হুগলি, মেদিনীপুরের পর এবার কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ CRPF-র জওয়ানের বিরুদ্ধে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাওড়া, হুগলি, মেদিনীপুরের পর এবার কলকাতায় সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগ, ভোটের ডিউটি সেরে ফেরার পথে সিআরপিএফ জওয়ান দুই তরুণীর শ্লীলতাহানি করে। দুই তরুণীর অভিযোগের ভিত্তিতে, চিৎপুর থানার পুলিশ সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করেছে।
জানা যাচ্ছে, বারুইপুরে ভোটের ডিউটি ছিল জওয়ানের। ভোটের ডিউটি সেরে রবিবার রাতে কলকাতা স্টেশনে পৌঁছন তিনি। সেখান থেকে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, ওই জওয়ান স্টেশন সংলগ্ন এক বাড়িতে ঢুকে পড়েন। দরজা খোলা রেখে ওই বাড়িতে দুই বোন ঘুমোচ্ছিলেন। বাড়িতে ঢুকে পড়েন ওই সিআরপিএফ জওয়ান। অভিযোগ, দুই বোনকে অশ্লীলভাবে ওই জওয়ান স্পর্শ করেন। তাঁদের ঘুম ভেঙে যায়। চেঁচামেচি করতে শুরু করেন তাঁরা। প্রতিবেশীরা জড়ো হয়ে সিআরপিএফ জওয়ানকে ঘিরে ধরেন। তাঁকে চিৎপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দুই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করে।
পঞ্চম দফার ভোটের আগে হাওড়ার উলুবেড়িয়ায় এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। ভোটের ডিউটিতে আসা আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে হুগলির জাঙ্গিপাড়ায়। ষষ্ঠ দফায় ডেবরাতেও প্রায় একই অভিযোগ ওঠে। এবার খাস কলকাতায় একই অভিযোগ উঠল।