রাজ্য বিভাগে ফিরে যান

যাদবপুরে ভোট দিলেন না পাঁচ লক্ষ মানুষ! মোট কত শতাংশ ভোট পড়ল?

June 3, 2024 | < 1 min read

যাদবপুরে ভোট দিলেন না পাঁচ লক্ষ মানুষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যাদবপুরের ৪,৭৪,১৯৫ জন ভোটার বুথ মুখো হলেনই না! কমিশন সূত্রে জানা গিয়েছে, যাদবপুর লোকসভার মোট ভোটারের সংখ্যা ২০,৩৩,৫২৫ জন। ভোট দিয়েছেন ১৫ লক্ষ ৫৯ হাজার ৩৩০ জন, অর্থাৎ ৭৬.৬৮ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে ভাঙড়ে, ৮৪.৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে যাদবপুর বিধানসভায়, ৬৮.৪ শতাংশ। কমিশনের তথ্য অনুযায়ী, বারুইপুর পূর্বে ৭৮.৫ শতাংশ, বারুইপুর পশ্চিমে ৭৭.৪ শতাংশ, সেনারপুর দক্ষিণে ৭৮.০৮ শতাংশ, সোনারপুর উত্তরে ৭৭.৭ শতাংশ, টালিগঞ্জে ৭১.৯ শতাংশ ভোট পড়েছে।

দেখা যাচ্ছে, যাদবপুর কেন্দ্রে সাতটি বিধানসভা রয়েছে। গ্রামীণ এলাকাগুলো ৭৫ শতাংশের বেশি ভোট পড়েছে। শহর এলাকায়, টালিগঞ্জ ও যাদবপুর বিধানসভায় হার লক্ষ্যণীয়ভাবে কম। শহরের ভোটারদের অনেকেই কেন ভোট দিলেন না? মনে করা হচ্ছে, আবাসনের ভোটারদের একটা বড় অংশ ভোট দিতে আসেনি। শনি ও রবিবার, দু’দিন ছুটি রয়েছে দেখে কেউ কেউ বেড়াতেও চলে গিয়েছেন।

যাদবপুরের কেন্দ্রের সাত বিধানসভার মধ্যে পাঁচটিতেই মহিলা ভোটারের সংখ্যা বেশি। তবে দেখা যাচ্ছে, ভোটদানে এগিয়ে রয়েছেন পুরুষরা। যাদবপুর এবং টালিগঞ্জ বাদে সব জায়গায় পুরুষদের ভোটদানের হার বেশি। সর্বাধিক মানুষ ভোট দিয়েছেন ভাঙড়ে। সকালে বুথে বুথে ভোটারদের লাইন পড়লেও, দুপুরে ভিড় কার্যত ছিল না। বিকেল হতেই বুথে বুথে ভোটারের ভিড় বাড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #West Bengal, #Jadavpur

আরো দেখুন