দেশ বিভাগে ফিরে যান

সিকিমে প্রেম সিং তামাংয়ের ঝড়, অরুণাচলে কামব্যাক BJP-র

June 3, 2024 | < 1 min read

সিকিমে প্রেম সিং তামাংয়ের ঝড়, অরুণাচলে কামব্যাক BJP-র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘোষিত হল সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হল। সিকিমে একতরফা জিতল সিকিম ক্রান্তিকারী মোর্চা। অরুণাচল প্রদেশে ক্ষমতায় ফিরল বিজেপি। সিকিমে ৩২টি আসনের মধ্যে ৩১টিতেই জিতল মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের দল, একটি আসন জিতেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের দল এসডিএফের। বিগত ভোটে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়লেও, এবার একা লড়েছিল এসকেএম। ৩১ আসনে লড়েও বিজেপির ঝুলি শূন্যই রইল।

অরুণাচলের ৬০টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে ৪৬টি আসন। বিজেপির জোটসঙ্গী কনরাড সাংমার এনপিপি পাঁচ আসনে জয় পেয়েছে। কংগ্রেসকে মাত্র একটি আসন পেয়েছে। এনসিপি তিনটি ও পিপলস পার্টি অব অরুণাচল দুটি আসনে জিতেছে। বাকি তিন আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছেন। অরুণাচলের দশটি আসন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি।

সিকিমে একপেশে জয়ের পর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং এবার দুই আসন থেকে লড়েও জিততে পারেননি। ২০১৯ সালে এসডিএফকে সরিয়ে ক্ষমতায় বসে এসকেএম। সেবার ১৭টি আসন পেয়েছিল তারা। এসডিএফ পায় ১৫টি আসন। এবার সিকিম কার্যত বিরোধীশূন্য!

TwitterFacebookWhatsAppEmailShare

#Sikkim, #SKM, #Prem Singh Tamang, #bjp, #Arunachal Pradesh

আরো দেখুন