← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ডায়ালিসিসের ব্যয় মেটাতে বরাদ্দ ৫ কোটি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার বিভিন্ন সরকারি হাসপাতালের রোগীদের ডায়ালিসিস পরিষেবার খরচ মেটাতে রাজ্যের স্বাস্থ্যদপ্তর প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করল। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ বা পিপিপি মডেলে রাজ্যের বিভিন্ন জায়গায় ডায়ালিসিস চলে। সেই জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ১৫টি মেডিক্যাল কলেজ, ১৬টি জেলা, মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতাল; সবমিলিয়ে ৩১টি জায়গার ডায়ালিসিস পরিষেবা চালু রাখতে এই অর্থবরাদ্দ করা হয়েছে।