দেশ বিভাগে ফিরে যান

ভোটের মাঠে হারের জোড়া হ্যাটট্রিক বাইচুংয়ের

June 3, 2024 | < 1 min read

ভোটের মাঠে হারের জোড়া হ্যাটট্রিক বাইচুংয়ের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের ময়দানে পরাজয়ের ডবল হ্যাটট্রিক করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। সিকিমের বিধানসভা ভোটে বারফং আসনে এসডিএফের প্রার্থী হয়েছিলেন বাইচুং। এসকেএমের রিকশাল দোরজির কাছে ৪৩৪৬ ভোটে হেরে গিয়েছেন ফুটবল তারকা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং আসনে এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বাইচুং। দু’বারই হারতে এই তাঁকে। সিকিমে গিয়ে নিজের দল হামরো সিকিম তৈরি করেন তিনি। ২০১৯ সালের সিকিম বিধানসভা ভোটে দু’টি আসনে লড়েও হেরে যান বাইচুং। গ্যাংটকে বিধানসভা উপনির্বাচনেও ভাগ্য দেবতা প্রসন্ন হননি। গত বছর নিজের দল হামরো সিকিমকে এসডিএফের সঙ্গে মিশিয়ে দেন বাইচুং। কিন্তু লাভ হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#SKM, #Sikkim Assembly Elections 2024, #Barfung, #Bhaichung Bhutia

আরো দেখুন