দেশ বিভাগে ফিরে যান

ভোট মিটতেই দাম বাড়ল দুধের, বৃদ্ধি পেল টোল ট্যাক্স

June 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভোট মিটতেই দাম বৃদ্ধি পেল দুধের। আমুল সব রকম দুধের দাম লিটারে দু-টাকা বাড়িয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আমুল গোল্ড, আমুল টি স্পেশাল, আমুল শক্তি দুধের দাম বৃদ্ধি করা হয়েছে। আমুল গোল্ড দুধ লিটার প্রতি বিক্রি হচ্ছে ৬৬ টাকায়, আমুল টি স্পেশাল দুধটি প্রতি লিটার ৬২ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬৪ টাকায়।

আমুলের পর এবার মাদার ডেয়ারিও সোমবার থেকে সব রকমের দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে।

অন্যদিকে, লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হতে জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ল। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, সোমবার থেকে জাতীয় সড়কের ওপর যানবাহনের যাতায়াতের টোল ট্যাক্স বৃদ্ধি করল। যানবাহন পিছু পাঁচ শতাংশ করে টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। ১১০০ টোল প্লাজায় গাড়ি, বাস, ট্রাকের যাতায়াতের জন্য আজ থেকে নতুন কর ধার্য করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Milk, #Milk Price, #Loksabha Election 2024, #loksabha polls

আরো দেখুন