রাজ্য বিভাগে ফিরে যান

কবে থেকে বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ? র‌ইল আপডেট

June 3, 2024 | < 1 min read

কবে থেকে বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: বৃষ্টি হলেও নামছে না তাপমাত্রা। মেঘলা আকাশ সাথে জারি আছে অস্বস্তিকর গুমোট গরম। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেনি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী ৬ তারিখ পর্যন্ত রোজই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া সমস্ত জেলায় ঝড়-বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১০ জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Rain, #Weather Update

আরো দেখুন