দেশ বিভাগে ফিরে যান

মোদীকেই নেতা হিসেবে মেনে নিল NDA জোট

June 5, 2024 | < 1 min read

মোদীকেই নেতা হিসেবে মেনে নিল NDA জোট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নেতা হিসেবে বেছে নিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সেই সংক্রান্ত প্রস্তাবও পাশ হয়ে গিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে সেই সমর্থন প্রস্তাবও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ওই প্রস্তাবে জানানো হয়েছে যে মোদীর নেতৃত্বে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই করেছে এনডিএ। তাঁকেই সর্বসম্মতক্রমে এনডিএয়ের নেতা হিসেবে বেছে নেওয়া হচ্ছে।

বুধবার এনডিএয়ের বৈঠকে জেডিইউ নেতা নীতীশ কুমার, তেলুগু দেশম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডু, শিবসেনার (একনাথ শিন্ডে শিবির) একনাথ শিন্ডে, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান, প্রফুল্ল প্যাটেল, পবন কল্যাণ-সহ মোট ২১ জন নেতা হাজির ছিলেন। সেই বৈঠকের পরে মোদী-সহ এনডিএ জোটের নেতারা ‘ভিকট্রি’ সাইন দেখান।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার রাতেই বিদায়ী মন্ত্রিসভাকে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। দ্বিতীয় মোদী সরকারের ‘ফেয়ারওয়েল ডিনার’ চলছে। পুরো মন্ত্রিসভার বিদায়ী নৈশভোজ চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #NDA, #Modi Government, #Loksabha Election 2024

আরো দেখুন