T20 WC: ভারতের দাপটে গুটিয়ে গেল আইরিশরা, জয় দিয়েই অভিযান শুরু Team India-র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করল ভারত। নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ক্রিকেট মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মারা। মাত্র ১৬ ওভারে শেষ হয়ে গেল আইরিশ দল। ৯৬ রানেই বান্ডিল হয়ে গেল স্টারলিংয়ের দল। ভারতীয় বোলারদের আগুনে বলের সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ডের কোনও ব্যাটার। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন গ্যারেথ ডেলানি (২৬)। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন হার্দিক। এছাড়া আর্শদীপ, বুমরা এবং সিরাজ নেন ২টি করে উইকেট। অক্ষর নেন একটি উইকেট।
অপরদিকে ৯৭ রানের টার্গেট নিয়ে শুরুতেই ১ রানে আউট হয়ে যান কোহলি। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন রোহিত (৫২)। তিনি ৪টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করেন। তবে ১০ ওভারে কাঁধে বল লেগে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ঋষভ পন্থ করেন ৩৬ রান। ৪৬ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
এখনও পর্যন্ত ৯ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত-আয়ারল্যান্ড। যার মধ্যে এই ম্যাচ নিয়ে মোট আটটিতে জয়ী ভারত। একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছিল।