রাজ্য বিভাগে ফিরে যান

BJP-কে কড়া জবাব কৃষ্ণনগরবাসীর, রাজমাতাকে হারিয়ে সংসদে ফের মহুয়া

June 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের রাজতন্ত্রের অবসান হয়েছে, তবে রাজনীতির ময়দানে কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের অমৃতা রায়কে বিজেপি প্রার্থী করে রাজমাতা হিসাবে প্রচার চালিয়েছিল। মঙ্গলবার ইভিএম খুলতেই সে কৌশল কাজ করল না। দ্বিতীয়বার মহুয়া মৈত্রকে দিল্লিতে পাঠালেন কৃষ্ণনগরবাসী। ৫৬,৭০৫ ভোটে জয়ী হলেন মহুয়া মৈত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mahua Moitra, #tmc, #krishnanagar

আরো দেখুন