রাজ্য বিভাগে ফিরে যান

লাল আরও ফিকে বঙ্গে! দুই বৃদ্ধ রক্ষে গড়, জামানত গেল ২৮ জনের

June 7, 2024 | < 1 min read

ত্রিশ জন বাম প্রার্থীর মধ্যে জামানত গেল ২৮ জনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লালের হাল আর ফিরল না! ত্রিশ জন বাম প্রার্থীর মধ্যে জামানত গেল ২৮ জনের। কোনও রকমে মুখ রক্ষা করলেন দুই বৃদ্ধ কমরেড। লোকসভা নির্বাচনে বামেদের রক্তক্ষরণ অব্যাহতই থাকল। তরুণ মুখও হাল ফেরাতে পারল না। এখন মুজফফর আহমেদ ভবনকে গুনতে হবে লক্ষাধিক টাকা, কারণ তরুণদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মুর্শিদাবাদের মহম্মদ সেলিম ও দমদমের সুজন চক্রবর্তী জামানত রক্ষা করলেন।

সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম দ্বিতীয় হতে পেরেছেন। সেলিম পেয়েছেন ৩৩.৬২ শতাংশ ভোট। সুজন পেয়েছেন ১৯.১১ শতাংশ ভোট। কমিশনের নিয়ম অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের একের ছয় ভাগ বা ১৬.৬৬ শতাংশ পেলে প্রার্থীর জামানত রক্ষা পায়। জামানত হারিয়েছেন বরাহনগর উপ নির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যও। যাদবপুরের সৃজন ভট্টাচার্য ও শ্রীরামপুরের দীপ্সিতা ধরের জামানত বাজেয়াপ্ত হয়েছে খুব সামান্য ভোটের জন্য। সিপিএমের প্রার্থী ছিলেন ২৩ জন, সিপিআই-ফরওয়ার্ড ব্লকের ২ জন করে ও আরএসপির ৩ জন প্রার্থী এবার লড়েন। বাম শরিকদের জামানত গিয়েইছে, সিপিএমের ২১ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Cpim, #Loksabha Election 2024, #security deposits

আরো দেখুন