কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় জোড়া আসনে ফুটল পদ্ম, তৃণমূলকে ভাবাচ্ছে শহরাঞ্চলের ভোট?

June 7, 2024 | < 1 min read

কলকাতায় জোড়া আসনে ফুটল পদ্ম, তৃণমূলকে ভাবাচ্ছে শহরাঞ্চলের ভোট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের কয়েকটি আসন বাদ দিলে, দক্ষিণে কার্যত নিশ্চিহ্ন পদ্ম। নির্বাচনে বিপুল সাফল্য এলেও শহরাঞ্চলের ভোট তৃণমূলের চিন্তা বাড়িয়েছে। পাহাড় থেকে সমতল, নিজেদের দখলে থাকা পুরসভায় পিছিয়ে পড়েছেন জয়ী পুরপ্রধান, উপ-পুরপ্রধানরাও।

খাস কলকাতার বুকে দুটি বিধানসভায় পদ্ম ফুটেছে। কলকাতা উত্তর কেন্দ্রে দুটি বিধানসভা এখন বিজেপির দখলে। ৭ টি বিধানসভার মধ্য ৫ টিতে তৃণমূল। জোড়াসাঁকো ও শ্যামপুকুর দুটো বিধানসভা বিজেপির দখলে। জোড়াসাঁকো আসনে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪১,৮৯৩ ভোট, বিজেপি পেয়েছে ৪৯,২৯৪ টি ভোট, শ্যামপুকুর আসনে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৮,০৬৩ ভোট, বিজেপি পেয়েছে ৪৯,৬৬২ ভোট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #bjp, #Vote, #Loksabha Election 2024

আরো দেখুন