দেশ বিভাগে ফিরে যান

জাতীয় রাজনীতিতে দাপট বাড়াচ্ছে তৃণমূল? রাঘব, উদ্ধব, অখিলেশদের সঙ্গে বৈঠকে অভিষেক

June 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দিল্লি গিয়ে অখিলেশ যাদব, আম আদমি পার্টি আর মুম্বইয়ে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সংখ্যার বিচারে বিরোধীদের মধ্যে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। বুধবার ভোট পরবর্তী ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধী দলের তাবড় তাবড় নেতাদের সঙ্গে দেখা করেন। বৃহস্পতিবার আলাদা করে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। প্রায় এক ঘণ্টা উভয়ের মধ্যে আলোচনায় হয়। একজোট হয়ে বিরোধীদের শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। কংগ্রেসের একার কাছে একশো আসন রয়েছে। সমাজবাদী পার্টি ৩৭, আম আদমি পার্টি ৩, উদ্ধবপন্থী শিবসেনা ৯ আর তৃণমূল ২৯।

অখিলেশের সঙ্গে বৈঠকের কিছুক্ষণ পর সাউথ অ্যাভিনিউতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকারি ফ্ল্যাটে দেখা করতে আসেন আম আদমি পার্টির দুই সাংসদ রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং। সেখানেও জোট মজবুত রাখার বিষয়ে কথাবার্তা হয়েছে। তৃণমূল এসব সাক্ষাতকে সৌজন্য বলেই জানাচ্ছে। সন্ধ্যায় দিল্লি থেকে মুম্বই উড়ে যান অভিষেক ও ডেরেক। মাতোশ্রী, প্রয়াত বালসাহেবের বাংলোয় বাল সাহেবের পুত্র মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধবের সংখ্যা সাক্ষাৎ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#shivsena, #Raghav chadda, #abhishek banerjee, #tmc, #Akhilesh Yadav

আরো দেখুন