‘অযোগ্য’র মুক্তির দিন ইডি নোটিশ পাঠাল ঋতুপর্ণাকে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইডির তলবে বুধবার হাজিরা দেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। ফের আরও একবার অভিনেত্রীকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৭ জুন শুক্রবার মুক্তি পেয়েছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তর দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘অযোগ্য’। আর সেদিনই কিনা ইডি-র তরফে দ্বিতীয় নোটিশ পাঠানো হল ঋতুপর্ণাকে। রেশন দুর্নীতি মামলায় এবার অভিনেত্রীকে দ্বিতীয় নোটিশ ধরালো ইডি।
জানা গিয়েছে, আগামী ১৯ জুন অভিনেত্রিকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে চায় ইডি। এর আগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও ঋতুপর্ণা জানিয়েছিলেন, ‘বিদেশের আছেন বলে এখনই যেতে পারবেন না। ৬ জুনের পর হাজিরার জন্য সময় দেওয়া হোক।’
ইডি সূত্রের খবর, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর নির্ভর করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সে সময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা।