রাজ্য বিভাগে ফিরে যান

BREAKING মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না তৃণমূল

June 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: INDIA জোট দলগুলো সরকার গঠনের কোনো দাবি করেনি কিন্তু ভবিষ্যতে কী হবে কে জানে। INDIA জোট সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে। আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না তৃণমূল। শনিবার কালীঘাটে বিজয়ী সাংসদদের নিয়ে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে এরকমই আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

বৈঠকের পর আর কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখে নিন:

দেশের পরিবর্তন দরকার; আমরা পরিস্থিতির উপর নজর রাখছি

CAA প্রত্যাহার করতে হবে, আমরা এই দাবি সংসদে উত্থাপন করব

দেখা যাক এই NDA সরকার কতদিন স্থায়ী হয়

কেন্দ্রকে সমস্ত রাজ্যের বকেয়া পরিশোধ করতে হবে

এই আদেশের পর নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়

আজ INDIA ব্লক সরকার গঠনের দাবি রাখে না, তার মানে এই নয় যে এটি আগামীকাল হবে না

তাঁর (প্রধানমন্ত্রী মোদীর) উদ্দেশ্য ছিল দু’জন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (লোকসভা নির্বাচন ২০২৪-এ)। তবে, তারা (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার চিহ্নও অতিক্রম করতে পারেনি। তারা এই সংখ্যার (২৭২আসন) কাছাকাছি কোথাও নেই। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া তারা কীভাবে সংবিধান সংশোধন করবে? গতবার, তারা আলোচনা ছাড়াই বিল পাস করেছিল কিন্তু এবার তা করতে পারবে না।

জানা যাচ্ছে সংসদে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়

ডেপুটি নেতা – ডা: কাকলি ঘোষ দস্তিদার

চিফ হুইপ- কল্যাণ বন্দ্যোপাধ্যায়

রাজ্যসভার নেতা – ডেরেক ও ব্রায়েন

ডেপুটি লিডার – সাগরিকা ঘোষ

চিফ হুইপ – নাদিমুল হক

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #tmc, #MPs, #politics, #Kalighat

আরো দেখুন